মাধ্যমিক শিক্ষাকে জাতীয় করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা শিক্ষক সমিতি। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে সড়কে মানববন্ধন করেন তারা।জেলা শিক্ষক সমিতির সভাপতি ও হোসেনপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সদস্য করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী,উরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আকন্দ প্রমুখ।এতে জেলায় কর্মরত বিপুল সংখ্যক মাধ্যমিক শিক্ষক অংশগ্রহণ করেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com