কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৪ জুন)দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে রোপা আমন জাতের ধানের বীজ -সার বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ।উপজেলা কৃষি কর্মকর্তা মো:শাহীনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিফাত আলম জনি,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজুল মতিন প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা মো:শাহীনুল ইসলাম জানান,এ কর্মসূচীর আওতায় প্রতি কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী বীজ,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে উপজেলার মোট ৮০০ জন কৃষককের মাঝে বিতরণ করা হয়েছে।