কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ হুসাইন নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তারই বড় ভাই মোহাম্মদ হাসান। বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. তানজিনা তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হুসাইন ও আহত হাসান পাকুন্দিয়া উপজেলার আদর্শ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। দুজনই কালিয়াচাপড়া চিনিরকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের মা জেসমিন রেজা বলেন, আজ স্কুলে আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য সকালে দুজন বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। হুসাইন শারীরিক প্রতিবন্ধী। সাইকেল চালাচ্ছিল হাসান। কিছুক্ষণ পরে স্কুল থেকে ফোন আসে তারা দুইজন এক্সিডেন্ট করেছে। এই কথা শুনে আমরা হাসপাতালে ছুটে আসি। এসে দেখি হুসাইন মারা গেছে। একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জোবায়েদ বলেন, হাসান ও হুসাইন সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলের সামনে চলে এসেছিল। রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে। পরে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ডা. তানজিনা তৈয়ব বিডি প্রথম বার্তাকে জানান, আমি ওই পথ দিয়ে হাসপাতালে আসছিলাম। ঘটনা দেখে অটোরিকশা থামিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসি। অবস্থা দেখে মনে হয়েছে ঘটনাস্থলেই হুসাইন মারা গেছে। হাসানের আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com