কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নাফিসা-নজরুল ফাউন্ডেশন এর অনুকুলে এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।শনিবার (১০ জুন) সকাল ১১টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে এম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে কিশোরগঞ্জ-১ ( সদর-হোসেনপুর) আসনের এমপি ডা: সৈয়দ জাকিয়া নূর লিপি এর কাছে এম্বুলেন্স গাড়ীর চাবি হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।
এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ ( সদর-হোসেনপুর) আসনের এমপি ডা: সৈয়দ জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার লিপি, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিয়ার সাংবাদিকবৃন্দ।