কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গত ৩ জুন রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে গেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। হাজার হাজার দর্শক গ্যালারীতে বসে উপভোগ করল প্রাণবন্ত ফুটবল খেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মাহমুদ পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার), কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান,কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জনাব সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন জনাব ডাঃ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ আহমেদ টিটুলসহ অনেক নেতৃবিন্দু। বেলুন উড়ানো ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com