দরিদ্র মানুষদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য সুখী কিশোরগঞ্জ -এর নতুন আরেকটি উদ্যোগ শুরু হয়েছে।
গত ২২শে মে সোমবার ঢাকার সোবহানবাগস্থ ডা: দীন মোহাম্মদ আই হসপিটালে সুখী কিশোরগঞ্জ এবং দীন আই হসপিটালের মধ্যে এই লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী প্রতি মাসে সুখী কিশোরগঞ্জের ১০ জন দরিদ্র পেশেন্টকে দীন আই হসপিটাল স্পেশাল ডিসকাউন্টে অপারেশন সহায়তা দিবে। সারাবছর এই কার্যক্রমটি চলবে।
মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চক্ষু চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: দীন মোহাম্মদ নুরুল হক এবং বাজিতপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং সুখী কিশোরগঞ্জে’র সদস্য ও উপদেষ্টা জনাব প্রফেসর ডা: খালেকুল ইসলাম ববি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা: দীন মোহাম্মদ সাহেবের সন্তান জনাব ইঞ্জি. আসিফ মোহাম্মদ নূর (এমডি, দীন মোহাম্মদ গ্রুপ এবং দীন আই হসপিটাল) এবং জনাব মো: মাসুদ রানা (সমন্বয়ক, সুখী কিশোরগঞ্জ ফ্রি চোখের ছানি অপারেশন প্রোগ্রাম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
দীন আই হসপিটালের পরিচালক জনাব মো: রফিকুল হক, কনসালট্যান্ট ডা: ফারজানা সুলতানা বন্যা এবং সুখী কিশোরগঞ্জের একাধিক সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লাজফার্মা কিশোরগঞ্জ শাখা এবং টপটেন গ্রুপ এই উদ্যোগের স্পন্সর হিসাবে সকল অপারেশনের খরচ বহন করবে। স্পন্সর টপটেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হোসেনের পক্ষে টপটেন গ্রুপের ব্যবস্থাপক জনাব রাকিব হোসেন টিপু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।