কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহ আবদুল্লাহ ওরফে জুয়েল (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল্লাহর বাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী চান্দেরচর গ্রামে। আবদুল্লাহর নেতৃত্বে একটি ডাকাত দল আছে। দলটি বেশির ভাগ মহাসড়কে ডাকাতি করে। তাঁর দলটির বেশির ভাগ সদস্যের বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশ অনেক দিন ধরে দলটির সদস্যের ধরার চেষ্টা করে আসছে। খবর পেয়ে শনিবার রাতে গাজিরটেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাত আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।