বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিএনপির সমাবেশ ঠেকাতে কিশোরগঞ্জে মাঠে নামে জেলা আ.লীগের নেতাকর্মীরা। শহীদ সৈয়দ নজরুল চত্বরে খন্ড খন্ড মিছিল নিয়ে একত্রিত হয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয় তারা। এ সময় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড.এম এ আফজল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,ধর্মবিষয়ক সম্পাদক সামসুল ইসলাম খান মাসুম,জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা যুবলীগের সভাপতি প্রার্থী বাছির উদ্দিন রিপন,সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদ জাহাংগীর পল্লব,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান সহ কয়েকহাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।