কিশোরগঞ্জের ভৈরবে অভিযানে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাকসহ ৩ জন ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ১ টি আভিযানিক দল।আটক ৩ জনের মধ্যে মো:ইকবাল হোসেন (৩২)হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সন্তোষপুর এলাকার মো:,বিল্লাল হোসেনের ছেলে,মো:মেহেদী হাসান (৩২)ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগোয়ারী এলাকার মো:জলিল মিয়ার ছেলে ও ওয়াসিম শেখ (২২) একই জেলার গফরগাঁও উপজেলার ফরিদপুর এলাকার মো:আবুল কালামের ছেলে।বৃহস্পতিবার (২৫ মে)রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলা সদরের নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী। এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com