আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জ ব্রাঞ্চ অফিস কর্তৃক ০৮/০৫/২০২৩ রোজ, সোমবার,মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আব্দুল মমিন ভূঁইয়া (সিনিয়র সেলস ম্যানেজার) সভাপতি ঃ মোহাম্মদ মিজানুল হক, (ব্রাঞ্চ ম্যানেজার) আরও উপস্থিত ছিলেন ৪জন ইউনিট ম্যানেজার ঃ পলি খাতুন (গফরগাঁও) মাহাবুব হাসান (কিশোরগঞ্জ সদর) উমিয়া আক্তার শিমু, (বাজিতপুর) মিনা খাতুন (নান্দাইল) মোট ৩৮ জন, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, আব্দুল মোমিন ভূঁইয়া স্যার, অত্যন্ত দিক নির্দেশনা মূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন। মিটিং এ, আগামী শনিবার পর্যন্ত কর্মীরা ১ সপ্তাহের প্রিমিয়ামের টার্গেট দেন। গত মাসের টার্গেট পূরণকারী এফ. এ,দের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com