1. admin@bdprothombarta.com : admin :
কিশোরগঞ্জের সকল থানায় এক যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের সকল থানায় এক যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল থানা ও বিভিন্ন পৌরসভায়/ইউনিয়নে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৩ মে) বিকাল ৩টায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) জনাব সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মনতোষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) জনাব একেএম শাহীন মণ্ডল, সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) জনাব সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার ( শিক্ষানবিশ) জনাব মো: মঞ্জুরুল হাসান এবং জেলার ১৩টি থানার অফিসার্স ইনচার্জ গন উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে স্থানীয় বিভিন্ন অপরাধ- মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভ টিজিং, বাল্য বিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জাল নোটের বিস্তার, গবাদি পশু চুরি, মারামারি, সম্পত্তি সক্রান্ত অপরাধ, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা এবং অপরাধসমূহের প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে কার্যকর আলোচনা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews