ভিডিও প্লাটফর্ম ইউটিউবে ”দরদের প্রিয়া, ঈদ এসেছে, মনের ব্যাথা, বেইমাণ বন্ধু, আসবি ফিরে,স্কুল প্রেম,ধনী গরিবের প্রেম,গাঁজার পিনিক, ”শিরোনামের বেশ কিছু গান প্রকাশের মাধ্যমে আলোচনায় আসছে বর্তমান সময়ের উদীয়মান তরুন অভিনেতা Raz Hridoy ! অল্প সময়ে গানটি ভক্তদের মনে জায়গা করে নিবে বলে আসা করেন গানটির নির্মিতা Raz Hridoy প্রশংসা কুড়াচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান “Kmc Center” অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এর ব্যানার থেকে প্রকাশ পেতে যাচ্ছে খুব শীগ্রই “অহংকারী মাইয়া” শিরোনামের নতুন একটি গান । গানটি গেয়েছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী কণ্ঠশিল্পী আশিকী মোখলেস, চিত্র ধারণে ছিলো মামুন ইসলাম, ড্রোন ক্যামেরা, মাসুম খান গানটি মিউজিক করেছেন রোমান দেওয়ান ! গানটিতে খুব সুন্দর একটি গল্প ও মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও ও গল্প নির্মাণে ছিলেন Raz Hridoy ও সহকারী পরিচালনায় ছিলেন Ariyan monir গানটিতে অভিনয়ে ছিলেনঃ রাজ-হৃদয়, লাকি,আরিয়ান,আলমগীর ও আরো অনেকে। উক্ত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্নধর রবিউল ইসলাম জানান, পর্যায়ক্রমে গানটির সব কাজ সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছে , সব ঠিকঠাক থাকলে খুব শীগ্রই গানটি প্রকাশ করবো । যেমন দারুন কথামালা তেমনই সুন্দর সুর আর ভিন্ন গল্পে নির্মিত! অন্য দিকে Raz Hridoy ভালো অভিনয় করেছে । সব কিছু মিলিয়ে ভক্তদের ভালো কিছু উপহার পেতে যাচ্ছি আমরা। এ বিষয়ে তরুণ অভিনেতা Raz Hridoy বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি । আমার পরিচালনায় অহংকারী মাইয়া গানটি সবার মাঝে বিলিয়ে দিতে গানটি নির্মাণ করেছি এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি , আমি আমার সাধ্যমতো কাজ করে যাচ্ছে বাকিটা আপনাদের ভালোবাসা ও দোয়া সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে চাই। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই পরিশেষে বাংলা গান শুনুন এবং শ্রদ্ধাতার সঙ্গে সাথে ভালো আর সুস্থ থাকুন । আর ও নতুন কিছু করার চেষ্টা করছে রাজ হৃদয়।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com