২০২২ শিক্ষাবর্ষে বিটটিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন জননেতা জনাব নূর মোহাম্মদ এমপি মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ দুই আসনে পাকুন্দিয়া কটিয়াদী। বিশেষ অতিথি জনাব রোজদিন শহীদ চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম আকন্দ মেয়র পাকুন্দিয়া পৌরসভা। সভাপতি জনাব এনামুল হক রিটন পাকুন্দিয়া উপজেলা শিক্ষা অফিসার আরো অতিথি হিসেবে ছিলেন পাকুন্দিয়া মডেল থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান সুমন পাকুন্দিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আওয়াল সাহেব এ সময় আরো বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ এমপি এ সময় উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন এবং কিন্ডারগার্ডেনেরশিক্ষার মান যাতে আরো ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ কিন্টার গার্ডেন এসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলা শাখা পাকুন্দিয়া কিশোরগঞ্জ।