1. admin@bdprothombarta.com : admin :
কুলিয়ারচরে দেড় যুগ পর ছাত্রলীগের কমিটি গঠন - বিডি প্রথম বার্তা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

কুলিয়ারচরে দেড় যুগ পর ছাত্রলীগের কমিটি গঠন

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

দীর্ঘ প্রায় ২০ বছর পর কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত ১২ মে শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত পত্রে ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয় ,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা না থাকায় নতুন করে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে কুলিয়ারচর উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। তবে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্বে থেকে বিলুপ্ত ছিল। নব গঠিত কমিটিতে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি, সুশান্ত ভৌমিক , সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ , মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া তমাল, রুবেল দাস মোহাম্মদ ইউসুফ মিয়া, শরিফুল আলম শরিফ, শাহিন সওদাগর , মোঃ দিদারুল ইসলাম বিনয় ,জুম্মান খান। সাধারণ সম্পাদক রবিন মিয়া (ওয়ালিদ) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেদুয়ান মাহমুদ তুরাগ ,মুরসালিন হোসেন টিটু, আহসান কামরুল সুজন, হাসানুজ্জামান খান নিরব, হাবিবুর রহমান তনয়, মোঃ ইমরান খান সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শাহাদাৎ হোসেন শাহীন, সুরমা আক্তার সুমনা, মোঃ আকিবুল হোসেন অমি, ফারদিন মুরসালিন ফাহিম, আরাফাত গাজী, কামরুল আহসান সুজন। নতুন কমিটির খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশের পর পর নবগঠিত ছাত্রলীগের নেতৃবৃন্দ শনিবার বিকেল তিনটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও কুলিয়ারচরের প্রাণপুরুষ আলহাজ্ব মুসা মিয়া সি আইপি’র কবর জিয়ারত ও পুষ্প স্তবক অর্পণ এছাড়াও আনন্দ মিছিল নিয়ে কুলিয়ারচর শহরস্থ দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ আনন্দ উল্লাস করবে বলে নব কমিটির নেতৃবৃন্দ জানায়। কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান বলেন, বর্তমান কমিটি যেন দলীয় শৃঙ্খলা মেনে দায়িত্বভার পালন করে এ আশা করছি। নব কমিটিতে কর্মীগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। দলীয় সূত্রে জানা গেছে বহু পূর্বে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল কিন্তু সে কমিটি বিতর্কিত হওয়ার কারণে বেশি দিন টেকসই হয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews