কিশোরগঞ্জের করিমগঞ্জে জনগণের অংশগ্রহনে জবাবদিহিতা মূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আহবানে বুধবার (১০মে) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো: সায়েম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা শাহানুল ইসলাম শানাল,ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা তানভীর আহমেদ,সমাজ সেবক আনোয়ার হোসেন এবং সাহাব উদ্দিন মাস্টার প্রমুখ।
ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আবু সাদাৎ মো: সায়েম বিগত দিনে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ইউনিয়নকে কিভাবে মডেল ইউনিয়ন হিসেবে পরিচিতি করা যায় সে নিয়ে আলোকপাত করেন। এ সময় উপস্থিত শহস্রাধিক নারী-পুরুষের মধ্য থেকে তাকে সর্বাত্বক সহযোগিতা করা হবে বলে সমস্বরে স্লোগান দেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com