কিশোরগঞ্জের হোসেনপুরে দুই গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক পার্থপ্রতিম ভট্টাচার্য পিতা মৃত পূর্ণচন্দ্র ভট্টাচার্য গ্রাম দক্ষিণ মাধখলা, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ এর একটি গাভী ষাঁড় বাছুর সহ গত (২ মে) নিজ গোয়াল ঘর থেকে চুরি হয়। এর সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার এসআই (নি:) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় সোমবার (৮ মে) রাতভর হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গরু চোর জহিরুল ইসলাম (২৮) ও মো. আবুল হাসিম (৬৫) দ্বয় কে গ্রেপ্তার করে। জহিরুল ইসলাম হোসেনপুর উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং আবুল হাসিম কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জালিয়াপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে। হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া দুটি গাভীর মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা। গ্রেফতারকৃত জহিরুল ইসলামের কাছ থেকে গরু বিক্রি বাবদ এক লক্ষ তিন হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান টিটু জানান গ্রেফতারকৃত দুই গরু চুরের বিরুদ্ধে থানায় মামলার রুজু করা হয়েছে, মামলা নং- ০৪(৫)২০২৩ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com