কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কৃষি যন্ত্রপাতি ক্রয় সহায়তা (ভর্তুকী) প্রাপ্তির জন্য অগ্রাধিকার কৃষকের তালিকায় নাম আছে ১০জনের, গাড়ী পেয়েছে তিনজন। বাংলা মার্ক কোম্পানীর যাদুতেই এই পুকুর চুরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ১ থেকে ১০ জনের হারভেস্টার (ধান কাটার মেশিন) গাড়ী পাওয়ার কথা থাকলেও মো: আলমগীর ভূইয়ার মতো আরো অনেকে (ধান কাটার মেশিন) ট্রাক্টর গাড়ি সমন্ধে কিছুই জানেন না।
তিনি বলেনর, ‘আমার নাম কে দিয়েছে ? কিসের গাড়ী ? এক দিন পরে তিনি ফোন দিয়ে জানান, আমার গাড়ির নাম কে দিয়েছে। আমি কোন বক্তব্য দেব না। এই সব জানতে হলে মিঠামইন প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন।’
সরেজমিনে জানাযায়, এ সকল নাটের গুরুর মূল হোতা ‘বাংলা মার্ক কোম্পানী’। তারা ভূয়া (ধান কাটার মেশিন) ট্রাক্টর নাম্বার দিয়ে মেমো করে এ ধরণের প্রতারণা করে এসেছে। দুদিন যাবৎ মিঠামইনে একটি গাড়ির ছবিও সংগ্রহ করা যায় নি।
এ বিষয়ে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার কাছে সরাসরি কেও অভিযোগ করেনি। আমি ভায়া হিসেবে এ বিষয়টি শোনার পর কৃষি অফিসের কর্মকর্তা ও কৃষকের সাথে কথা বলেছি। তাদের এ মেশিন সম্পর্কে কোন অভিযোগ নেই।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com