কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঞ্চল্যকর নজরুল ইসলাম (৪৫) হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে সঙ্গীয় অফিসারস ফোর্স সহ তাদেরকে শনিবার (৬ মে) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তাইজ উদ্দিন তাজু (৪৫) পিতামৃত কেরামত আলী, হৃদয় মিয়া (২৫) পিতা নাজিম উদ্দিন গ্রাম: বীরকাটিহারী, থানা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ।গত (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বীরকাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বীরকাটিহারী ঈদগাহে আগে-পরে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটে নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত আবু তাহের (৬০), জুহান (২০) ও সাব্বির (১৮) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলন। আশঙ্কাজনক অবস্থায় আবুল হক (৫৫) ও ফাইজুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছিলেন।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, এ ঘটনায় মামলা রুজুর পরপরই পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনা করে। ঘটনার পর পরই পলাতক হওয়া দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরোও জানান এ ঘটনায় ইতিপূর্বে হারুন আর রশিদ নামে আরোও একজনকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হলো। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।