কটিয়াদিতে আট কেজি গাজা সহ ঝরনা বেগম (২৮) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আক্তারুজ্জামান খাঁনের নেতৃত্বে পুলিশ। বুধবার দুপুরে কটিয়াদি উপজেলার কৈতরীপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আট কেজি গাজা সহ তাকে আটক করা হয়। আটক ঝরনা বেগম (২৮) কটিয়াদি উপজেলার কৈতরীপাড়া গ্রামের খাইরুল মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে কটিয়াদি থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ৫(৫)২৩।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com