আজ ১লা মে ২০২৩ইং আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আলহাজ্ব মুসা খান-এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ আহমাদের সঞ্চালনায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কে এম আনিসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তুলেন। তিনি আরো বলেন দারিদ্র্য দূরীকরণে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতী জোবায়ের আহমাদ।
উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওঃ মাহমুদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি এইচ এম সাইফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রকাশনা ও দফতর সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, অর্থ ও কল্যান সম্পাদক তাকরীম আহমাদ, কওমি মাদরাসা সম্পাদক জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি শাব্বির আহমদ প্রমূখ। এছাড়াও শ্রমিক আন্দোলনের বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়।