প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভাই ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের আহবানে, কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাইসকাপন ইউনিয়ন এর সভাপতি সাকির হোসেন সাকির এর সার্বিক সহযোগিতায়, প্রান্তিক কৃষকের ধান কেটে ঝাড়াই ও মাড়াই করে বাড়িতে পৌছে দিয়েছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় ধান কাটায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ জনাব মশিউর রহমান হুমায়ুন এর আস্থাভাজন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফরহাদ আহমেদ টিটুল, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাকির হোসেন সাকির সহযোগিতায় ইউনিয়নে কৃষকের ৪ কাটা জমির ধান কাটা সম্পন্ন হয়। ধানকাটার সহযোগিতায় আর ও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ শেখ মোঃ রুবেল, মেরাজুল ইসলাম নিলয় ,তারিকুল ইসলাম রুবেল ,তোফাজ্জল হোসেন হানিফ ,আরাফাত হোসেন সাগর, জয় এবং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল। সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ধান কাটার মহা উৎসব।