কিশোরগঞ্জ – ঢাকা রোড মির্জাপুর বাইপাস গোল চত্বরের দাবী তুলেছে স্থানীয় এলাকাবাসী। কিশোরগঞ্জ টু ঢাকা এই রোডটি একটি অতি ব্যস্ততম রোড। এই রাস্তা দিয়ে প্রায় সময় ময়মনসিংহ জেলার এবং কিশোরগঞ্জ জেলার সব ধরনের গাড়ি চলাচল করে। পাকুন্দিয়া মির্জাপুর বাইপাস অতি জুঁকিপূর্ণ অর্থাৎ এই রাস্তাটি ত্রিকোণ আকৃতির হওয়ায় কিশোরগঞ্জ মুখী এবং অন্যটি ঢাকা মুখী ও সোজা টি মির্জাপুর বাজারের রাস্তা। এখানে গোল চত্বর হওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। এখানে প্রায়শই কোন না কোন দুর্ঘটনা ঘটে এবং রাস্তাটি ত্রিকোণ হওয়ায় কিশোরগঞ্জ ও ঢাকা যাওয়া আসার সময় কিছু দেখা যায় না কারণ রাস্তার দুপাশে কলা গাছ এবং অন্যান্য গাছে ঢাকা যার ফলে গাড়ি গুলো দুর্ঘটনা কবলে পড়ে। এই রাস্তা দিয়ে হাজার হাজার বাস ট্রাক সিএনজি অটো রিক্সা এবং ভারীযান চলাচল করে। এখান দিয়ে অতিরিক্ত মাত্রায় যানবাহন চলাচলের জন্য ইস্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তা পারাপার করতে পারে না তাই এলাকাবাসীর দাবি এখানে একটি গোল চত্বর হোক মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোন অনাকাঙ্খিত দুর্ঘটনা যাতে না ঘটে।