কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলতে চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের নের্তৃত্বে বোধবার সকালে জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর হাওরে কৃষক খলিল মিয়ার জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন এ সময় হোসেনপুর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতারা কিশোরগঞ্জের হাওরে ধান কাটার মাধ্যমে সারাদেশে কৃষকের ধান কাটতে যেখানেই ধান কাটার শ্রমিকের সংকট পড়বে, সেখানেই ধান কেটে মাড়াই করে কৃষকের গোলায় ধান তুলে দিয়ে কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ছাত্র লীগের নেতারা।।