কিশোরগঞ্জের কটিয়াদীতে মহিলাদের স্বাবলম্বী করার জন্য এডিবি’র অর্থায়নে চান্দপুর ইউনিয়নের ২০ জন প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে স্থানীয় সাংসদের বাসভবন প্রাঙ্গণে সেলাই মেশিন বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে চান্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ বোরহান উদ্দিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মুরাদ, বিশিস্ট সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন প্রমুখ।