1. admin@bdprothombarta.com : admin :
কটিয়াদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - বিডি প্রথম বার্তা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

কটিয়াদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম রাজন, স্টাফ রির্পোটার
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। সভায় উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌর মেয়র মো: শওকত উসমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকসানা আক্তার, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা প্রকৌশলী অনতু বল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন অফিসের কর্মকর্তাগণসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক প্রতিরোধ ও সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews