কিশোরগঞ্জে পুরোদমে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটা।ধান কাটার এ মৌসুমে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী,বর্তমান আহবায়ক কমিটির সদস্য,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক এজিএস বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে নিকলী উপজেলার সদর ইউনিয়নের হাওর এলাকায় কৃষক বিল্লাল ভূইয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এই কর্মসূচি পালন করে তারা।এতে জেলা যুবলীগ ও নিকলী উপজেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।কিশোরগঞ্জ জেলা যুবলীগের সভাপতি প্রার্থী,সাবেক এজিএস বাছির উদ্দিন রিপন বলেন,’মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা কিশোরগঞ্জ জেলা যুবলীগ এ ধান কাটা কর্মসূচি পালন করি।আজ থেকে এ কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।কৃষক বিল্লাল ভূইয়া বলেন,’‘আমার জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। যুবলীগের নেতাকর্মীরা এ খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।আমার জমির ধান কেটে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ’।এ সময় কিশোরগঞ্জ জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ,এড.স্বরমিন,জেলা যুবলীগ নেতা দেলোয়ার,মাসুদ রানা,মোল্লা খাইরুল নোমানী,মোক্তার হোসেন মুক্তার,আরিফুল ইসলাম বারি,সদর ৪ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রতন মিয়া,নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ,নিকলী উপজেলা যুবলীগ নেতা সবুজ প্রমুখ।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com