কিশোরগঞ্জে ঈদের পরের দিন বাসমালিকদের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত তানভির (২২) নামে একজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। বাসটি অন্যন্যা সুপার লিমিটেড পরিবহনের। বাসস্ট্যান্ডে হাঙ্গামার কারণে প্রায় দুই ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। এ কারণে যাত্রীরাও দুর্ভোগের মধ্যে পড়ে।
রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের আন্তজেলা গাইটাল বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ হয়। পরে দুপক্ষের উত্তেজনায় সারাদিন বাস চলাচলে বিঘ্ন ঘটে।পুলিশ মোতায়েন করা হলেও বাসস্ট্যান্ডে থমথমে অবস্থা বিরাজ করছে।
বাসস্ট্যান্ডের কয়েকজন পরিবহন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসমালিকদের দুটি পক্ষ গত একমাসে কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছে।এ কারণে যাত্রীরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।সেখানে একধরণের অচলাবস্থা চলছে। দুপক্ষের বিরোধ নিস্পত্তিরও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও অনন্যা সুপার নামে একটি পরিবহনের বিরোধের জেরে মাঝেমাঝে বাসস্ট্যান্ডে সংঘর্ষ হচ্ছে।
অনন্যা সুপার লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান লস্কর জানান, গত একমাস ধরে মালিক সমিতি তাদের বাসগুলো চালাতে দিচ্ছে না। তারা বাস চালাতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। আজও তারা হামলা চালায় এবং একটি বাস ভাঙচুর করে।তিনি বলেন, আমাদের ৫৬টি বাস মালিক সমিতির ব্যানারে চালানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু এ দাবি মেনে না নেওয়ায় তারা আমাদের বাসগুলো বন্ধ করে দেয়। গত একমাস ধরে আমরা বাস চালাতে পারছি না। ফলে আমরা লোকসানের মুখে পড়েছি। একইভাবে শ্রমিকরাও কষ্টে রয়েছে। তিনি জানান, চার দিন আগে কিশোরগঞ্জ থানায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছিল। সেই সমঝোতার আলোকে তারা বাস চালাতে গিয়েছিলেন। তবে ওরা হঠাৎ করেই সমঝোতা থেকে সরে আসে।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক হেলাল উদ্দিন মালিক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ, মালিক সমিতি ও ঢাকা মালিক সমিতি মিলে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করে। এখানে জোর করে কারো কিছু করার সুযোগ নেই। অন্যন্যা সুপারের শাহজাহান লস্কর জোর করে বাস চালাতে চায়। তাদের তৎপরতাকে সাধারণ শ্রমিকরা আজ বাধা দিয়েছে। তাদের বিরুদ্ধে সাধারণ মালিক ও শ্রমিকদের অনেক অভিযোগ রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছুদিন পর পরই বাসস্ট্যান্ডে দুইপক্ষের কলহ কোন্দল হচ্ছে।তিনি বলেন, আমরা দুপক্ষকে নিয়ে বেশ কয়েকবার বসেছি। তবে তা থেকে কোনো সুফল আসেনি।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com