ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান (মাহমুদ)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ রুহুল আমিনের সঞ্চালনায় ২২ এপ্রিল ২০২৩ইং শনিবার বাদ যোহর করিমগঞ্জ উপজেলা কোর্ট মসজিদে ঈদ পুনর্মিলনী ও পূর্নাঙ্গ কমিটি গঠন হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা’র স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সন্ত্রাস, দুর্নীতি, জুলুম, নির্যাতন ও মাদক সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়েছে। এই উশৃঙ্খল সমাজ পরিহার করে যৌবনের মহামূল্যবান সময় ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর পতাকাতলে সমাবেত হয়ে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা এবং উম্মার স্থায়ী শান্তি ও সার্বিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কাজ করার আহবান করেন। এবং আলোচনা শেষে পূর্নাঙ্গ কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
উপজেলা পূর্নাঙ্গ কমিটির তালিকা।
সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান (মাহমুদ)।
সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ্ ।
সাধারণ সম্পাদক মুহাম্মাদ রুহুল আমিন ।
যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ তৌহিদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ওয়াহিদুল ইসলাম।
দফতর সম্পাদক মুহাম্মাদ সোহাগ মিয়া।
অর্থ সম্পাদক মুহাম্মাদ ফরিদ উদ্দিন।
প্রচার সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রকাশনা সম্পাদক শেখ নূর মোহাম্মদ।
দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ মোবারক হোসেন।
শিক্ষা ও সংস্মৃতিস সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ আল-রাজী।
সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম।
মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আতাউল্লাহ ।
উপ সম্পাদক মুহাম্মাদ হাইয়ুল।
উপ সম্পাদক মুহাম্মাদ বক্কুল মিয়া।
উপ সম্পাদক মুহাম্মাদ আশাব উদ্দীন।