কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও দক্ষিণ পাড়া গ্রামে স্বামীর সাথে ঈদের কেনাকাটার কলহের জের ধরে শাহানা আক্তার আশা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
তাড়াইল থানার পুলিশ সূত্রে জানা গেছে,
উপজেলা জাওয়ার ইউনিয়নের বোরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে শাহানা আক্তার আশার দুই আড়াইমাস পূর্বে একই উপজেলার পার্শ্ববর্তী ধলা ইউনিয়নের কলুমা গ্রামে বাংলাদেশ সেনা বাহিনীর সৈনিক এনামুল হকের সাথে বিয়ে হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত দুইদিন পূর্বে বাবা বাড়িতে বেড়াতে আসে আশা।ঈদের কেনাকাটা নিয়ে স্বামীর সাথে কলহলের জের ধরে আজ ২২ এপ্রিল রোজ শনিবার সকাল আনুমানিক ৯টা ১০ টার দিকে বাবার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে তাড়াইল থানার এস আই কাজী সোহেল ও এ এস আই অরুণ কৃষ্ণ দাস বেলা ১১টা৩০ মিনিটের দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূ শাহানা আক্তার আশার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
স্বামীর সাথে ঈদের কেনাকাটার কলহের জের ধরে শাহানা আক্তার আশা নামে এক গৃহবধূ বাবার বাড়ির বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তাড়াইল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com