আজ ২৩এপ্রিল ২০২৩ইং পবিত্র ঈদ-উল ফিতরের দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে রুগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলা সভাপতি এইচ এম সাইফুল ইসলাম-এর নেতৃত্বে জেলা ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি টিম কিশোরগঞ্জ সদর হাসপাতালের সকল ওয়ার্ডের রুগীদের মাঝে খাবার বিতরণ করে।
জেলা সভাপতি এইচ এম সাইফুল ইসলাম বলেন পবিত্র ঈদের দিনে অধিকাংশ মানুষ নিজ নিজ আনন্দে ব্যস্ত থাকেন। আমরা ভুলেই যায় অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষগুলোর কথা। তাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা রুগীদের খোঁজ সবাই নিতে পারে না। আমরা আমাদের আত্নীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি, কিন্তু অসুস্থ মানুষগুলো’র কাছে ঈদ শুভেচ্ছা পৌঁছায় না। তাই আমরা আমাদের সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাধ্যমত রুগীদের কাছে বেশ কিছু মান সম্মত খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং রুগীদের সাথে পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দটা একসাথে উপভোগ করেছি।
উক্ত খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুফতী জোবায়ের আহমাদ। জেলা সহ-সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমাদ, দাওয়াহ সম্পাদক খাইরুল ইসলাম, অর্থ ও কল্যান সম্পাদক তাকরীম আহমাদ শাদাব, স্কুল ও কলেজ সম্পাদক শেখ সানজিদ হক এবং গুরুদয়াল কলেজ শাখা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আরিফ।