জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯-০৪-২০২৩ খ্রিষ্টাব্দ রাত্রি ২২.০০ ঘটিকায় সদর থানাধীন পাঁচধা আইজবাড়ি সাকিনস্থ ধৃত আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৭), পিতা- হাজী মোঃ সালামের বসত বাড়ির সামনে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ সাইফুল ইসলাম (৪৭), পিতা- হাজী আঃ সালাম, ২। মোঃ আল ইসলাম (২৫), পিতা- মৃত আঃ জব্বার, উভয় সাং- পাঁচধা আইজবাড়ি, থানা ও জেলা- কিশোরগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা ও ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ২২.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেন। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।