কিশোরগন্জ ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নৌকার মনোনয়ন প্রত্যাশী এ কেএম দেলোয়ার হোসেনের ঈদ উপহার বিতরন। কটিয়াদী পাকুন্দিয়ার মানুষের নয়নের মনি, সবার আস্থাভাজন নেতা,তৃনমূলের ভরসার ঠিকানা,জনাব একেএম দেলোয়ার হোসেন, এফসিএমএ। নিরলস ভাবে অসহায়, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধীদের সুখে দুঃখে এগিয়ে এসে নানাভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্চেন। আজ ২০ এপ্রিল ২০২৩ ইং পাকুন্দিয়ার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সুবিধাবঞ্চিত গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পর্যায়ক্রমিক ভাবে ঈদ উপহার বিতরণ করছেন (পাকুন্দিয়া-কটিয়াদির) এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এই অবহেলিত মানুষদের সেবা করে যেতে চান সবসময়।এলাকার মানুষের পাশে থেকে তাদের সেবাই নিয়োজিত রাখতে চান সর্বদা।