কিশোরগঞ্জে ২ টাকায় ৩০০ পরিবারের মিললো ঈদের বাজার।পন্য সামগ্রীর মধ্যে শাড়ি-লুঙ্গি, পোলাও চাল, দুধ, তেল, সেমাই, চিনি, লবণ, সাবান-শেম্পুসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রতিটি টেবিলের পেছনে এক জন করে বিক্রেতা দাঁড়ানো।এ যেন এক ঈদ আনন্দ মেলা।এতগুলো পন্য ক্রয় করতে দুই টাকার একটি টোকেন নিয়ে দীর্ঘলাইনে দাড়ানো ক্রেতারা প্রবেশ করছেন বাজারে। সেখান থেকে যে যার মতো পছন্দের পণ্য নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বিন্নগাঁও এলাকার ইব্রাহিম ম্যানশনের আঙ্গিনায় ব্যতিক্রমি এ বাজারের আয়োজন করেন কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এবং জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি। পরিবেশ বান্ধব মানবিক এই ঈদ আনন্দ বাজার থেকে দুই টাকায় ঈদের প্রয়োজনীয় সামগ্রী কিনেছেন ৩শ’ দরিদ্র মানুষ। আর এ বাজার থেকে বিনামূল্যে শাড়ি-লুঙ্গিসহ উন্নত মানের ঈদ সামগ্রী পেয়ে খুশি ক্রেতারা। বেশ কয়েকজন উপকারভোগী বলেন, ‘এই বাজারে সওদা নিতে এসে নিজের ধারণাই পাল্টে গেছে। মাত্র দুই টাকায় যে পরিমাণ জিনিস পাইলাম- তা দিয়ে ঈদটা এবার খুব ভালোভাবে করতে পারবো।’ কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি বলেন, তিন বছর আগে করোনা সংকটে অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই ঈদ আনন্দ বাজার প্রথম বসানো হয়। এরপর থেকে প্রতিবছর ঈদের আগে এ আয়োজন করা হচ্ছে। এবার ৪র্থবারের মতো এ আয়োজন করা হয়েছে। বাজার থেকে ৩শ’ দরিদ্র মানুষ দুই টাকা প্রতীকী মূল্যে আনন্দের সাথে ঈদের কেনাকাটা করেছেন। তাদের এই আনন্দই আমাদের আয়োজনের সার্থকতা। এই বাজার দেখতে গিয়েছেন শহরের নানা শ্রেণিপেশার বিশিষ্টজনও। তাদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক বাদল রহমান, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব প্রমুখ। তারা বাজার পরিদর্শন করে এ রকম একটি মানবিক ও মহৎ আয়োজনের জন্য এনায়েত করিম অমিকে ধন্যবাদ জানান।