কিশোরগঞ্জে কয়েকহাজার গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে কয়েকহাজার গরিব-দু:খী নিন্ম আয়ের মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। এসময় তিনি ঈদের ক্ষণস্থায়ী আনন্দকে দীর্ঘস্থায়ী করতে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানান। এই উপহার পেয়ে বেশ খুশি হয় দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা। কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু বিশ্বাস ঘাতকেরা তাকে নির্মমভাবে হত্যা করায় সে কাজ ব্যহত হয়েছিলো। বর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে চলেছেন। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগীতা করছি। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের ঈদ উপহার পৌঁছে দিচ্ছি মাত্র। এ সময় সকল নেতা কর্মীকে একত্রিত হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান।জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আ.লীগের সভাপতি দিলারা বেগম আসমা,সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আকন্দ,জেলা তাতীলীগের সভাপতি ইব্রাহীম খলিল,হোসেনপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন,জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব ,জেলা আ.লীগ নেতা রফিকুল ইসলাম হেলাল,জেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক সুইটি ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ঊমান খান প্রমুখ। উল্লেখ্য,কিশোরগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে জোর আলোচনায় আছেন কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। সদর ও হোসেনপুর উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে তার রয়েছে নিবিড় যোগাযোগ।তা ছাড়া অসহায় হতদরিদ্র রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদানে তার রয়েছে সুখ্যাতি।