1. admin@bdprothombarta.com : admin :
মধ্য পাকুন্দিয়া সোহাগ মিয়ার বাড়িতে দুর্বৃত্ত ব্যাপক হামলা - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

মধ্য পাকুন্দিয়া সোহাগ মিয়ার বাড়িতে দুর্বৃত্ত ব্যাপক হামলা

মুজিবুর,পাকুন্দিয়া প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১১৭ বার পঠিত

 মধ্য পাকুন্দিয়া সোহাগ মিয়ার বাড়িতে দুর্বৃত্ত ব্যাপক হামলা চালিয়ে ভাঙচুর করে বাড়ির মালিকরা কিছু বুঝার উঠার আগেই সব তছনছ করে দেয় জানা গেছে দুর্বৃত্তরা কোন এক ছত্র ছায়া এ ভাঙচুর করে ফ্রিজ টিভি এসি ঘরের আসবাবপত্র চেয়ার টেবিল হোটেল ঘরে ব্যাপক ভাঙচুর করে এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৭ থেকে ৮ ভুড়ি স্বর্ণ ও সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় একজন বড় বাড়ির ছেলে পাপ্পু এক ক্লাস বকচু রানা সামি আরপিন এ সময় ঘরে ঢুকে ঘরের মালিক কে মার দূর করে তার সাথে তার সাথে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সাজো বাহিনী নিয়ে সোহাগের স্ত্রীকে ব্যাপক নির্যাতন করে এবং এবং আজ আকলিমাজসিম কে মারধোর করে সোহাগের স্ত্রী জানায় ৪০-৫০ জনের একটি দল নিয়ে পাপ্পু দলবল নিয়ে এসে দেশি অস্ত্র দা বললাম চাপাতি হকিস্টিক এসব অস্ত্র নিয়ে সোহাগের বাড়িতে হামলা করে এবং হোটেলেও ব্যাপক ভাঙচুর করে তাদের ভয়ে কেউ আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পরে এ মর্মান্তিক বিদায় বিধায়ক ঘটনা মানুষ কতজে নিষ্ঠুর হলে এ ঘটনা ঘটাতে পারে এরা পশুর চেয়েও নিষ্ঠুর গ্রাম বাসীরা এ ঘটনা দেখে চোখের পানি ধরে রাখতে পারে না এবং শুয়ার ও তার স্ত্রী বাড়ির মুরুব্বী রা এ ঘটনা সুষ্ঠু বিচার চেয়েছেন আর যাতে কোনদিন এ ঘটনা কেউ যেন ঘটাতে না পারে। ঘরে থাকা সমস্ত আসবাবপত্র রান্না করা খাবার সহ ছবির তছনছ করে দেয় দূর বৃত্তরা ওদের পড়ার মত কোন কাপড়-চোপড় খাবার মত কোন জিনিস নেই আপনারা যদি নিজের চোখে না দেখেন বিশ্বাস করবেন না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews