কিশোরগঞ্জের করিমগঞ্জে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে গুনধর ইউনিয়ন জাতীয় পার্টি। জাতীয় পার্টির গুনধর ইউনিয়ন শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে উরদিঘী দাখিল মাদরাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতারের আগে জাতীয় পার্টির গুনধর ইউনিয়ন শাখার সদস্য সচিব মাজহারুল হক আব্দুল আলীর সঞ্চালনায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের স্মরণে বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এসময় করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন দুলাল,সাংগঠনিক সম্পাদক ও গুনধর ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল সাকির নূরু শিকদার,গুনধর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক ও উরদিঘী (মরিচখালী)বাজার বণিক ও ভিটমালিক সমিতির সভাপতি ছাইদুর রহমান,গুনধর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক ওয়ালী খান খোকন,জাতীয় পার্টির নেতা ও গুনধর ইউপি সদস্য মুহাম্মদ আজহারুল ইসলাম,জাতীয় পার্টি নেতা ও ইউপি সদস্য মিলন মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতারা উপস্থিত ছিলেন।