মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় শিশুদের সাথে জন্ম দিন পালন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে।
“শিশু নেতৃত্ব বাড়াতে চাই, ১৮ আগে বিয়ে নয়”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা সাউথ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার বেলা ৩ টায় উপজেলার দাওগাঁও ইউনিয়নের সদাশিব বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের সাথে এ জন্ম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুল কমিটির সভাপতি শওকত হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন , দাওগাঁও ইউনিয়নের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, সহকারি শিক্ষক ইসমাইল খলিল উল্লাহ তালুকদার, যায়যায়দিন মুক্তাগাছা প্রতিনিধি মামুন আল গাইয়ুম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা আক্তার আচল।