ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ ১৩ এপ্রিল ২০২৩ইং জেলা কার্যালয়ে সদর সভাপতি মুহা. শাব্বীর আহমাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি জননেতা মাওলানা এবিএম এমদাদুল্লাহ। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উক্ত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাসুদ আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ ও কল্যান সম্পাদক তাকরীম আহমাদ শাদাব, স্কুল ও কলেজ সম্পাদক শেখ সানজিদ হক, সাহিত্য সম্পাদক মুহা. আশিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন সদর শাখার এবং সদর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।