আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উন্নয়ন সভা কিশোরগঞ্জ ব্রাঞ্চ অফিসে ১৩ এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত কিশোরগঞ্জ ব্রাঞ্চ অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুল হক, ব্রাঞ্চ ম্যানেজার কিশোরগঞ্জ ব্রাঞ্চ অফিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরে আলম সিদ্দিকী অভি,সিইও,আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। বিশেষ অতিথি এমডি ট্রেনিং সাজেদুল বারী,ডি.এম. ডি,ট্রেনিং। বিশেষ অতিথি, আব্দুল মমিন ভূঁইয়া, সেলস ম্যানেজার। অনুষ্ঠান সঞ্চালনায়, ফারুক হোসেন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। উক্ত প্রোগ্রামে কিশোরগঞ্জ ব্রাঞ্চ অফিসের৪ জন ইউনিট ম্যানেজার ও ৩৫ জন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট উপস্থিত ছিল। উক্ত প্রোগ্রামে ডিএমডি জনাব সাজেদুল বারী গ্রাহক ও কর্মীদের সুযোগ সুবিধা সম্পর্কে ট্রেনিং প্রদান করেন। প্রধান অতিথি,দিকনির্দেশনা সম্পর্কে চমৎকার বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে জানুয়ারি টু মার্চ কোয়াটারে সর্বোচ্চ ব্যবসা অর্জনকারী ২ জন ইউনিট মেনেজার ও ছয় জন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এর মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com