কিশোরগঞ্জ পাকুন্দিয়া সম্মানিয়া গ্রামের কৃতি সন্তান ছলিম হালিম ট্রাস্টের চেয়ারম্যান মেহনতি মানুষের বন্ধু বাংলাদেশ জাতীয় ক্রমিক লীগ কিশোরগঞ্জ শাখা উপদেষ্টা জনাব মোঃ আতাউল্লাহ সিদ্দিক মাসুদ আমাদের মসজিদ হাপানিয়া জান্নাত জামে মসজিদে নগত৫০০০০হাজার টাকা দান করে তিনি একজন সমাজসেবক দানবিক এবং তিনি গরিব অসহায় মানুষের পাশে সবসময় দারায় তিনি আরও মানুষের পাশে যেন থাকতে পারি এমন সময় এমন সময় অবস্থিত ছিলেন শ্রমিক দলের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম মজনু মিয়া বজলু মিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ সুজন মিয়া এম রাজ মিয়া গ্রামের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাসুদ ভাই সবার দোয়া চেয়েছেন আল্লাহতালা তাকে ভালো রাখুক ।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com