জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আয়োজিত ৭ম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৪ হিজরী/১৪২৯ বঙ্গাব্দ/২০২৩ ঈসায়ী এ স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া ইছাপশর-বেলঙ্কা, তাড়াইল কিশোরগঞ্জ-মাদরাসার মিশকাত জামাত (স্নাতকোত্তর) বিভাগ থেকে মেধাতালিকায় ❝১ম, ৭ম, ও ১০ম❞ স্থান এবং সানাবিয়্যাহ ১৫তম ও ইবতেদাইয়্যাহ ১ম স্থান অধিকার করেছে। সকলকে আল ইসলাহ মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এবং প্রত্যেক শিক্ষার্থী ও পরীক্ষার্থী, আসাতিজায়ে কেরাম, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মুহতামিম, নায়েবে মুহতামিম, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কল্যাণকামী শুভানুধ্যায়ী, সহযোগী এবং গ্রামবাসী, সকলকেই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
বিশেষভাবে স্মরণীয় ও কৃতজ্ঞতা, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়ার উপদেষ্টা চেয়ারম্যান ও শাইখুল হাদীস, বিশ্ববরেণ্য আলেমে-দ্বীন, শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.)
এবং প্রতিষ্ঠাতা মুহতামিম, প্রিন্সিপাল হযরত মাওলানা সাঈদ নিজামী (দা.বা.)।
পরীক্ষার্থীদের আজকের এই অর্জন সংশ্লিষ্ট সকলকেই পুলকিত করবে। তোমাদের আগামীর পথযাত্রা সুন্দর ও সহজ হোক। এই অর্জনের ধারাবাহিকতা বজায় থাকুক আরো অনেকদিন। তোমাদের জন্য শুভকামনা।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com