কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের শোলাকিয়া এলাকায় অনন্ত (১৫) নামে এক কিশোরের গলায় ফাস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অনন্ত শোলাকিয়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে আম গাছের ডালে ফাস নেয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখে তার পরিবারকে জানায় প্রতিবেশিরা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। কিশোরের আত্নহত্যার কারণ সম্পর্কে সঠিক কারণ জানা যায় নি। তবে সে প্রায়ই বাবার কাছ থেকে টাকা চাইতো বলে জানা যায়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com