কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভেজ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মহসিন খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ জেলা মাদকবিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।