1. admin@bdprothombarta.com : admin :
বৃদ্ধা ফাতেমাকে ছাগল কিনে দিলো সেবাশ্রম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা - বিডি প্রথম বার্তা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

বৃদ্ধা ফাতেমাকে ছাগল কিনে দিলো সেবাশ্রম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার পঠিত

কিশোরগঞ্জে বৃদ্ধা ফাতেমা বেগম এর জন্য ৫২৭০ টাকা দিয়ে একটি বাচ্চা সহ বকরি ছাগল ক্রয় করে দিয়েছে সেবাশ্রম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
‘আশে পাশে ঘাস আছে প্রচুর, একটা ছাগল কিনে দিলে আর মানুষের কাছে হাত পাততে হবে না’।
এমন কথায় বলেছিলেন অসহায় বিধবা ফাতেমা বেগম।
হোসেনপুর থানা শাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামে বসবাস করেন অসহায় বিধবা ফাতেমা বেগম। স্বামীর মৃত্যুর পর থেকে গত ১৭ বছর ধরে মানসিক ভারসাম্য হীন দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন মা ফাতেমা বেগম।
পরিবারটিকে স্বাবলম্বী করার জন্য একটি বাচ্চা সহ বকরি ছাগল এবং রমজানের ইফতার সামগ্রী উপহার হিসাবে দেন সেবাশ্রম ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীরা।
যা দিয়ে তাদের রোজগারের পথ তৈরি হতে পারে।
ফাউন্ডেশন সেচ্ছাসেবীরা বলেন এমন আরো হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমাদের কার্যক্রম সবসময় চলমান থাকবে।
আমরা হতদরিদ্র পরিবার গুলোকে ক্যাশ টাকা না দিয়ে এই ধরনের সহয়তা করে থাকি। যাতে করে নিজেদের রোজগারের একটা রাস্তা তৈরি করতে পারে।
আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসী দাতা সদস্য ফাউন্ডেশন সদস্য এবং ফেইসবুক শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews