প্রতিবছরের ন্যায় এবারো রমজানের শুরু থেকেই দুস্থ মানুষের মধ্যে ইফতার দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।কোনো পরিবার ইফতার ও সেহরি জোগাতে অসমর্থ হলে পরিচয় গোপন রেখে সহায়তা করছেন তাঁরা। প্রতিদিন বিকেলে এসব খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রতিদিন বিকেলে শহরের বিভিন্ন স্পটে পথচারি অসহায় ও ছিন্নমূল ব্যক্তিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।এতে নেতৃত্ব দেয় জেলা ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক কাজী আবেদীন সোলায়মান।তিনি বলেন, আমাদের সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন শতাধিক অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।
পুরো রমজান মাস এ কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরো বলেন,প্রতিদিন শতাধিক মানুষের জন্য ইফতারসামগ্রী বিতরণ করছি।কারণ অনেকেই আছেন যাঁরা কাজের কারণে বাসায় ইফতার করতে পারেন না। হয়তো তেমন কিছু খাওয়াও সম্ভব হয়ে ওঠে না। রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে।
এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ইফতার বিতরণ করে থাকে।