পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর নেতৃত্বে জেলার পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি আদর্শপাড়া গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনায় মেসার্স আশরাফ উদ্দিন ব্রিক ফিল্ড ও মেসার্স সোনালী ব্রিক ফিল্ড প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। বায়ু দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।