পাকুন্দিয়া যানজটের কারণে নাকাল অবস্থা। কলেজ গেট হতে থানা মোড় পর্যন্ত আবার থানার সামন হতে
মলংসা পর্যন্ত। এবং ডাক বাংলার মোর হতে পর্যন্ত সবসময় যানজট লেগেই থাকে । অটো রিস্তা বাসটাক সিএনজি বালুর ডাক ব্যাটারি চালিত রিস্কা এসবের কারণে পৌরবাসীর জন জীবন নাকাল অবস্থা। তার উপর সরকারি খাদ্য গুদাম হতে মলংসা মাজার পর্যন্ত
থানার সামনে র রাস্তা খানা খন্দেবরা সামান্য বৃষ্টি এলে পানিতে তলিয়ে যায় তখনগাড়ীগুলি তারাতাড়ি জতে পারে না তাই জেতে পারে না এবং এখানে আবার তিন রাস্তার মোড় এ মোড়ে অটো রিস্কা ব্যাটারি চালিত রিকশা সবসয় দাঁড়িয়ে থাকে বলে এ যানজট বেশি হয়
এখানাখনদ রাস্তা মেরামত করা হয় তারাতাড়ি এবং এই তিন রাস্তার মোড়ের ব্যাটারি চালিত রিক্সা গুলি উঠিয়ে দেওয়া যায় তাহলে যানজট নিরশন হবে।