দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলর দুই আরোহী নিহত হয়েছে ।
বৃহস্পতিবার(৩০ মার্চ) রাত ৮ দিকে উপজেলার সৈয়দপুর ও দিনাজপুর মহাসড়কের চাম্পাতলি বাজেরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গার হাট গ্রামের মৃত গোমুল্লা শাহ এর ছেলে মোঃ গোলজার আলী(৪০) ও জেলার খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মোঃ ফজলে রাব্বী দুলাল(৪০)
স্থানীয়রা জানায়, দুই মোটরসাইকেল আরহী চাম্পাতলি বাজার থেকে রানীরবন্দরে দিকে যাচ্ছিলো এসময় একটি গাড়িকে ওভারটেক করার সময় রানীরবন্দর থেকে সৈয়দপুরের দিকে আসা মাইক্রেবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থালে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মন ঘটনার সতত্যা নিশ্চিত করেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com