1. admin@bdprothombarta.com : admin :
এক কমিটিতে ২০ বছর অতিক্রম কিশোরগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ - বিডি প্রথম বার্তা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

এক কমিটিতে ২০ বছর অতিক্রম কিশোরগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ

আশরাফুল ইসলাম তুষার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

জাতীয় শ্রমিক লীগ আওয়ামী পরিবারের অন্যতম ভ্রাতৃপ্রতীম সংগঠন। শ্রম আইনে নিবন্ধিত এই শ্রমিক সংগঠনটিতে জেলারবিভিন্ন নিবন্ধিত শ্রমিক সংগঠনসমূহ এই সংগঠনের আওতাভুক্ত।

সর্বশেষ ২০০৩ সালের জুন মাসের ২৩ তারিখ ৩ বছরের জন্য এবিএম সিরাজুল ইসলামকে সভাপতি ও আবুল হাসান আকন্দকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় তৎকালীন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র।এ কমিটির মেয়াদ ৩ বছর হলেও বর্তমানে ২০ বছর ছুই ছুই।আজ অবধি এই কমিটি দিয়েই চলছে সংগঠনটি।কমিটি থাকলেও মাঠপর্যায়ে তেমন কোনো তৎপরতা দেখা যায়না। সাংগঠনিক কার্যক্রম কম হওয়ায় জট দেখা দেয় নতুন নেতৃত্বেরও। এতে অনেক নেতাকর্মীর মাঝে হতাশা বিরাজ করে।

এই কমিটি ২০ বছর পার করায় গড়ে ওঠেনি নতুন নেতৃত্ব।দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেলেও নতুন করে কমিটি গঠন বা সম্মেলন হয় নি।যার ফলে সম্মেলন না হওয়ায় সংগঠনটির পদপ্রত্যাশীসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।দীর্ঘ ২০ বছর ধরে কমিটি না হওয়ায় নেতৃত্ব শূন্যতায় আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন কমিটি না থাকায় দলের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

জেলা জাতীয় শ্রমিকলীগ নেতা ও জনতা ব্যাংক লিমিটেড সিবিএ ময়মনসিংহ বিভাগীয় কমিটি ও সিবিএ কিশোরগঞ্জ এরিয়া কমিটির সাধারণ সম্পাদক একেএম আতিকুজ্জামান ভূইয়া (রুনন) বলেন, কিশোরগঞ্জের মাটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম,প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান,প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম ও বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পুণ্যভূমি হওয়া সত্বেও আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগ কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি দীর্ঘ ২০ বছরেও কেন নতুন করে হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়।

জেলা জাতীয় শ্রমিকলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলাম রাজিব বলেন, দীর্ঘ ২০ বছর কমিটি না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। সাংগঠনিক অবস্থাও দায়সারাভাবে চলছে। দ্রুত কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করা জরুরি।দীর্ঘ ২০ বছর কমিটি না হওয়ায় ত্যাগী, নির্যাতিত, জেল-জুলুমের শিকার এমন নেতাও হচ্ছেন পদ-বঞ্চিত। জেলার নেতারা এখন শুধু কেন্দ্রীয় নেতাদের দিকে তাকিয়ে আছেন, কবে, কখন সম্মেলন বা নতুন কমিটি গঠনের নির্দেশনা দিবেন। সহসাই কমিটি গঠনের বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন নেতা-কর্মীরা।

শ্রমিকদের প্রত্যাশা আওয়ামী রাজনীতির নীতি নির্ধারকরা জেলা শ্রমিক লীগের চলমান নেতৃত্বের যানজট নিরসনে পোড় খাওয়া পরীক্ষিত, গতিশীল ও অধিকতর তরুণ নেতৃত্ব দিয়ে এবার জেলা শ্রমিক লীগকে ঢেলে সাজাবেন। তাদের দাবী বর্তমান সময়ের চাহিদা পূরণে অপেক্ষাকৃত তরুণ, গতিশীল ও বিতর্কহীন পরিশুদ্ধ নেতৃত্বের কোন বিকল্প

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews