কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারী চালিত একটি অটো রিক্সার ধাক্কায় রাজ বানু সূর্যে মা(৮০)নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধা করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের মৃত আহমেদ আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,দুর্ঘটনাটি ঘটেছে উত্তর আশতকা সাধুরবাড়ী মোড় এলাকায় বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে রাজ বানু সূর্যের মা(৮০) বাড়ী থেকে বের হয়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি অটো রিক্সায় পেছন থেকে চাপ দেয়।এতে তিনি রাস্তায় পড়ে যান এবং অটো গাড়িটি তাকে মাথায় চাপ দেয় তার মৃত্যু হয়। করিমগঞ্জ থানার (এস আই)জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।